- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
আগেই জানা গিয়েছিলো সুপারস্টার শাকিব খানের এবারের নায়িকা হবেন দেশের কোন অভিনেত্রী। সত্য হলো তাই! রায়হান রাফী পরিচালিত মেগাস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বিশ্বস্ত একটি সুত্র নিশ্চিত করেছে এ তথ্য। ব্লকবাস্টার ‘তুফান’-এর পর শাকিব-রাফী আবারও আসছেন বাজিমাৎ করতে, এমনটাই ভাবছেন বাংলা সিনেপ্রেমীরা ! তাণ্ডবে থাকবেন আরও একজন দেশি নায়িকা! তবে এ চরিত্রে চূড়ান্ত হয়নি কেউ। সিনেমার আইটেম সঙে থাকতে পারে চমক! হাজির হতে পারেন জনপ্রিয় কোন চিত্র নায়িকা! দ্রুতই শুরু হবে তাণ্ডব সিনেমার শুটিং। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছররের ঈদুল আযহা উৎসবে