Your Ads Here 100x100 |
---|
নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। শনিবার (৬ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬ টায় শুরু হবে ম্যাচটি। প্রীতি ম্যাচ হলেও এটিকে কোচ হাভিয়ের কাবরেরা বিশ্বকাপ বাছাইয়ে হংকং বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি হিসেবে দেখছেন।
২০২২ সালের সেপ্টেম্বরে কাঠমান্ডুতেই নেপালের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই স্মৃতি টেনে কাবরেরা বলেন, বাংলাদেশের জন্য এখানে খেলা সব সময় কঠিন। তবে এবার আমরা আরও ভালো করার আশা করছি।
বাংলাদেশ দলে নেই মাঝমাঠের অন্যতম ভরসা হামজা চৌধুরী। চোটের কারণে ছিটকে যাওয়ায় শুধু নেপাল অধিনায়ক কিরণ চেমজং নয়, সমর্থকদের মধ্যেও হতাশা বইছে।
আরও পড়ুনঃ হেনরির সাথে সমতা আনা সম্মানের, কিন্তু সর্বকালের রেকর্ড নিয়ে চিন্তা করছি না : এমবাপ্পে
এদিকে হামজার অনুপস্থিতি নিয়েও নেপালের কোচ ম্যাট রস আত্মবিশ্বাসী, বাংলাদেশ শক্তিশালী দল নিয়েই খেলবে। তবে ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে আমাদের হাতেই।
দুই দলের প্রীতি ম্যাচটি সরাসরি দেখতে পাবে বাংলাদেশের ফুটবল পাগল সমর্থকরা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশিয় টিভি চ্যানেল টি-স্পোর্টস।
এদিকে নেপালের বিপক্ষে ম্যাচে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে মাঠের অবস্থা। ফিফা ও এএফসি অনুমোদনের অযোগ্য দশরথ রঙ্গশালা স্টেডিয়াম প্রীতি ম্যাচের জন্য ব্যবহার হলেও কোচ সন্তুষ্ট নন পিচ দেখে।
আজকের ম্যাচে জামাল ভূঁইয়া খেলবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।