আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে টিএসসিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছেন, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ২,৯৬০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে। এছাড়া, র্যাব ও বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন।