28.1 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫

ডাকসু নির্বাচনে কে সেই তকি যাকে শুভকামনা জানিয়েছেন পাকিস্তানের মিসবাহ-উল-হক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শেষ মুহূর্তে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকি একটি বিশেষ ভিডিও বার্তা পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হকের কাছ থেকে। এই ভিডিও বার্তায় মিসবাহ তকিকে শুভকামনা জানিয়ে বলেন, “আপনি অনেক ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ। আমি আশা করি আপনি ৯ সেপ্টেম্বর অনেক ভালো করবেন। সবাই আপনার সঙ্গে আছে। আমার তরফ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া। ইনশাআল্লাহ আপনি সফল হবেন।”
মুহাইমেনুল ইসলাম তকি ঢাকা লিগে খেলে থাকেন এবং জাতীয় স্পিন ক্যাম্পেও অংশগ্রহণ করেছেন। তিনি এবারের ডাকসু নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পদে আরও ১২ জন প্রার্থী রয়েছেন।
মিসবাহ-উল-হকের এই ভিডিও বার্তা তকির নির্বাচনী প্রচারণায় একটি বড় চমক হিসেবে দেখা হচ্ছে, যা তাকে সমর্থকদের কাছে আরও জনপ্রিয় করে তুলবে।
নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে টিএসসিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বেশ আলোচনায় আছেন তকি। এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় এবং তানজিম হাসান সাকিবের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ডাকসু নির্বাচনের শুরুতে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী জহিন হোসেন জামি নামে এক প্রার্থীকে তাওহীদ হৃদয় এবং তানজিম হাসান সাকিব শুভেচ্ছাবার্তা পাঠান। সেটা নিয়ে অভিযোগ করে তকি বলেছিলেন, ‘জাতীয় দলের দুই ক্রিকেটার সরাসরি একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বার্তা দিয়েছেন। একজন খেলোয়াড় হিসেবে তাদের নিরপেক্ষ থাকা উচিত ছিল। ব্যক্তিগত পছন্দ থাকা স্বাভাবিক, তবে নির্বাচনী প্রক্রিয়ায় এমন প্রকাশ্য সমর্থন দেওয়া অনুচিত।’
- Advertisement -spot_img
সর্বশেষ

সাদিক কায়েম কেন্দ্রে মেকানিজম করেছেন, বাইরে ছাত্রদল : আবদুল কাদের

খবরের দেশ ডেস্ক : বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদের অভিযোগ করেছেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য নয়; বরং জামায়াত–বিএনপি...