30 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫

নারকেল তেলে এই ১ টি উপাদান মেশালেই তৈরি হয়ে যাবে সানস্ক্রিন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সানস্ক্রিন প্রতিদিনই ব্যবহার করা উচিত । শুধু গরমে নয়, সানস্ক্রিন হলো ১২ মাসের ব্যবহারের সামগ্রী। তবু অনেকেই বর্ষায় আর সানস্ক্রিন ব্যবহার করেন না। তাতেই ট্যান পড়ে যায় ত্বকে। ত্বকে একবার ট্যান পড়লে, সহজে তা দূর করা সম্ভব নয়।

এমনকি আপনি ঘরের ভেতর থাকলে বা চুলায় রান্না করার সময়ও ব্যবহার করতে পারেন। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে এবং দ্রুত ত্বকে আনে বার্ধক্য। তবে ট্যান তুলতে ভরসা হতে পারেন নারিকেল তেলে।

এমনিতে চুলের যত্নে নারিকেল তেলের জুড়ি মেলা ভার। শুধু নারিকেল তেলের সঙ্গে কয়েকটি উপাদান মিশিয়ে নিলে ট্যানের দাগ সহজেই দূর করা সম্ভব। জেনে নেওয়া যাক, নারিকেল তেল ব্যবহার করে কীভাবে ট্যান তুলে ফেলবেন—

প্রথমত এক টেবিল চামচ নারিকেল তেলের সঙ্গে এক চিমটে হলুদের গুঁড়ো মিশিয়ে নিন। এবার রোদে পোড়া জায়গায় মেখে নিন। এরপর মিনিট ২০ রাখুন। তারপর সামান্য গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন।

আরও একটি পদ্ধতি— দুই টেবিল চামচ নারিকেল তেল এবং দুই টেবিল চামচ শসার রস মিশিয়ে নিন। ত্বকের যে যে অংশে রোদ লেগে কালচে ছোপ পড়েছে, সেই জায়গায় মেখে নিন। এরপর মিনিট ২০ রাখুন। সপ্তাহে দুই বার এ মিশ্রণ মাখলেই দাগ ধীরে ধীরে হারিয়ে যাবে।

এ ছাড়া দুই টেবিল চামচ নারিকেল তেলের সঙ্গে অর্ধেক পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিন। যেন তেল ও রস আলাদা না করা যায়। এবার আঙুলের সাহায্যে রোদে পোড়া জায়গায় মেখে নিন। এরপর মিনিট ২০ রাখুন। তারপর সামান্য গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলেই ফল নজরে আসবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সাদিক কায়েম কেন্দ্রে মেকানিজম করেছেন, বাইরে ছাত্রদল : আবদুল কাদের

খবরের দেশ ডেস্ক : বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদের অভিযোগ করেছেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য নয়; বরং জামায়াত–বিএনপি...