নেপালে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের নেতৃত্বে ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসায় আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। এতে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভকারীরা নেপালের রাজধানী কাঠমুন্ডু-সহ বিভিন্ন এলাকায় কারফিউ উপেক্ষা করে একাধিক নেতার বাড়িতে পাথর নিক্ষেপ এবং আগুন ধরিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার নিষেধাজ্ঞা আরোপের পর সোমবার থেকেই বিক্ষোভ শুরু হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন।
এই পরিস্থিতিতে তিন মন্ত্রী পদত্যাগ করেছেন, যার মধ্যে রয়েছেন পানিমন্ত্রী পারাদ্বীপ যাদব, কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী রাম নাথ অধিকারী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখহাক।
বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন প্রধান বিরোধীদলীয় নেতা, নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। ললিতপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী প্রিথ্বী সুব্বা গুরুঙের বাসভবনে আগুন ধরানো হয়। এছাড়া উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের ভৈসেপাতিস্থ বাসভবনে পাথর নিক্ষেপ করা হয়।