ছাত্র–জনতার বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগের পর নেপালে এখন নতুন নেতৃত্বকে ঘিরে তীব্র আলোচনা চলছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে কাঠমান্ডুর মেয়র ও সাবেক র্যাপার বালেন্দ্র শাহ (বালেন)–কে প্রধানমন্ত্রী করার দাবিতে প্রচারণা শুরু হয়েছে। এক্স-এ অনেকেই হ্যাশট্যাগ ব্যবহার করছেন— “বালেন দাই, টেক দ্য লিড।”
বালেন নিজেও ফেসবুক পোস্টে তরুণদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী ইতোমধ্যেই পদত্যাগ করেছেন। এখন প্রাণহানি ঠেকানো এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষাই অগ্রাধিকার হওয়া উচিত।”
দ্য কাঠমান্ডু পোস্ট সম্পাদকীয়তে বলেছে, পুরনো প্রজন্ম যারা দেশকে লুটপাট করেছে এবং তরুণদের দমন করেছে, তাদের বিদায় নেওয়ার সময় এসেছে। ইতিহাসের মতো এবারও পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে নতুন প্রজন্মকে। সম্পাদকীয়তে বালেনের নেতৃত্বে “নতুন নেপালের রূপরেখা” নিয়ে আলোচনা করা হয়েছে।
১৯৯০ ও ২০০৬ সালের মতো এবারও আন্দোলনকারীরাই নতুন নেতৃত্ব বেছে নেবে বলে ধারণা করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেশকে নির্বাচনের পথে নিতে হলে তরুণ প্রজন্মের প্রতিনিধি বালেন্দ্র শাহকেই সামনে আসতে হতে পারে।