দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বুধবার ভোরে বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচে থাকছেন না লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের পরই তিনি বিশ্রামের সিদ্ধান্ত জানান।
তার জায়গায় একাদশে ফিরতে পারেন ইন্টার মিলানের লওতারো মার্টিনেজ। স্ট্রাইকার পজিশনে খেলানো হতে পারে হুলিয়ান আলভারেজকে। রোমেরো কার্ডজনিত কারণে নিষিদ্ধ হওয়ায় রক্ষণে জায়গা পাচ্ছেন লিওনার্দো বালের্ডি।