বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদের অভিযোগ করেছেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য নয়; বরং জামায়াত–বিএনপি ও ছাত্রদল–শিবিরের ক্ষমতা ভাগাভাগির খেলা। মঙ্গলবার রাত ৯টার দিকে টিএসসি প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাদিক কায়েম ভোটকেন্দ্রে ‘মেকানিজম’ করেছেন, আর ছাত্রদল করেছে বাইরে।
তার দাবি, নির্বাচন কমিশন সম্পূর্ণ নতজানু ও ব্যর্থ। অনেক অনিয়মের পরও কোনো পদক্ষেপ নেয়নি তারা। এমনকি প্রক্টরকে প্রশাসনের কেন্দ্রবিন্দু বানিয়ে ছায়া সরকার চালানো হচ্ছে।
আবদুল কাদের বলেন, শিক্ষার্থীরা আন্তরিকভাবে ভোট দিলেও প্রশাসন ও কমিশনের ব্যর্থতার কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে।