28.8 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বুধবার (১০ সেপ্টেম্বর) জামায়াত আমিরের রাজধানীর ভাটার এলাকার বাসভবনে এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় ব্রিটিশ হাইকমিশনার জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। সারা কুকের সঙ্গে ছিলেন হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি মিস কেট ওয়ার্ড।

পরে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ জয়-পুতুলকে ‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা,বিবিসি বাংলার প্রতিবেদন

বিজ্ঞপ্তিতে বলা হয়, মত বিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা গ্রেট ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন।

জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

নাগেশ্বরীর দুধকুমার নদীর করাল গ্রাসে নিঃস্ব পরিবার, ভাঙ্গন রোদের দাবিতে মানববন্ধন

  মোস্তফা কামাল মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটিরচর এলাকায় ৩ কিলোমিটার এলাকাজুরে দেখা দিয়েছে দুধকুমার নদের প্রবল...