27.6 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

দৌলতখানে জমি যবর দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ভোলা প্রতিনিধি:
ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে, দীর্ঘ দিনের ভোগ দখলীয় জমি জবর দখল করে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মলন করেছে ভুক্তভোগী নান্নু ফরাজী নামের এক ব্যবসায়ী। এসময় তিনি অভিযোগ করে বলেন, প্রায় ৭ বছর পূর্বে আমি জমির সকল কাগজপত্র পর্যালোচনা করে বিএনপি নেতা রফিকুল ইসলাম মমিন এর কাছ থেকে উত্তর জয়নগর মৌজায়, কমর উদ্দিন বাজার সংলগ্ন এসএ-৯০১ খতিয়ানে, ২ একর ২৩ শতাংশ জমি ক্রয় করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিলাম ।
গত ৫ আগষ্ট ২০২৪ এর পরথেকে এ জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের। বিগত দিনে এ চক্রের লোকেরা আমাকে এ জমি হতে অন্যায় ভাবে উৎখাৎ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র ও হুমকী ধামকী অব্যাহত রাখে। গত ৫সেপ্টেম্বর তারা আমার বাড়ির দরজায় গিয়ে সশস্ত্র মহড়া দেয় এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর এ ভূমিদস্যু চক্র আমার জমিতে অনাধিকার ভাবে প্রবেশ করে মোঃ বাছেদ গং নামের একটি সাইনবোর্ড লাগিয়ে আমার জমিটি জবর দখল করে।
তিনি আরো বলেন, এ জমিটি ছিলো একটি খালের মতো নিচু ভূমি। আমি অনেক টাকা খরচ করে, মাটি দিয়ে জমিটি ভরাট করি। এরপর আমি এ জমিতে কলাবাগানের প্রজেক্ট করে চাষাবাদ শুরু করি। কয়েক বছর আগে ভোলাতে তাবলীগ জামাতের ইজতেমার জন্য স্থানের প্রয়োজন হলে, আমি সে কলা গাছগুলো কেটে সেই জমিতে ইজতেমা করার জন্য তাবলীগ জামাতের মুসল্লিদের সুযোগ করে দেই।
এ দৃশ্যটি এলাকার সকলেই দেখেছে। এখন আমার দাবি আমার কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে প্রশাসন তদন্ত সাপেক্ষে, আমাকে যেন জমিটি ফেরৎ পাওয়ার জন্য সহযোগিতা করেন। যদি আমি কাগজপত্রের ভিত্তিতে জমিটি না পাই, তাহলে আমার কোন আপত্তি নাই। এর আগে আমার জমির মালিক অর্থাৎ দাতা দীর্ঘদিন শান্তিপূর্ণ ভাবে এ জমিটি ভোগ দখল করেছিলেন। আমি বর্তমানে ভূমিদস্যু, সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন কাটাচ্ছি।
এমতাবস্থায় আমি আমার জমিটি উদ্ধারের জন্য অন্তবর্তিকালিন সরকার, প্রশাসন ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমের হস্তক্ষেপ কামনা করি।
- Advertisement -spot_img
সর্বশেষ

নারী ভোটেই ডাকসু নির্বাচনে শিবিরের বড় সাফল্য

খবরের দেশ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীদের বড় ধরনের সাফল্যে নারী ভোটারদের প্রভাবশালী...