27.6 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

মানুষ এখন আওয়ামী লীগকেই সবচেয়ে বড় রাজাকার মনে করে: মোস্তফা সরয়ার ফারুকী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
রাজাকারের আক্ষরিক অর্থের বাইরে রাজনৈতিক অর্থটা কী? রাজনৈতিক অর্থ হইলো এই যে, রাজাকার সেইসব ব্যক্তি যারা নিজের দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে অ্য দেশের হয়ে কাজ করে।
এই সুত্র ধরে আগাইলে এই সময়ে কাদেরকে রাজাকার মনে হয়?
জ্বি, যাদের ভাবছেন তারাই ।
কিছুদিন আগে আমার একটা লেখায় লিখছিলাম মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্বদানকারী দলটা কী করে বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী শক্তি হয়ে উঠলো এটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের কাছে একটা ইন্টারেস্টিং থিসিসের বিষয় হতে পারে। স্বাধীনতা বিরোধী শক্তি মানেটা কী? মানে যারা নিজের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অন্য কারো পায়ের নীচে বিকিয়ে দেয়। এই ১৬ বছরের মতো পরাধীন বাংলাদেশ আর কবে ছিলো? ফলে মানুষ এখন আওয়ামী লীগকেই সবচেয়ে বড় রাজাকার মনে করে। এই বাস্তবতায় রাজাকার কার্ডের পুরনো ব্যবহার যে খারিজ হয়ে গেছে এটা চব্বিশের ১৪ জুলাই সেটেলড হয়ে গেছে।
৪৭-য়ের নায়ক ৭১-য়ে ভিলেন, আবার ৭১-য়ের নায়ক ২৪-য়ের ভিলেন হয়ে যেতে পারে কারন সমসাময়িক বাস্তবতাই নায়ক বা ভিলেন নির্ধারণ করে দেয়। ৭১-য়ে যার যা ভুমিকা সেটা ঐরকমই থাকবে। কিন্তু ৭১ দিয়ে ২৪ এবং তৎপূর্ববর্তী ষোলো বছরের পাপ ঢাকা যাবে না। ৭১-য়ের শহীদেরা ২৪-য়ের খুনীকে বাঁচাতে আসবে না।
- Advertisement -spot_img
সর্বশেষ

নারী ভোটেই ডাকসু নির্বাচনে শিবিরের বড় সাফল্য

খবরের দেশ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীদের বড় ধরনের সাফল্যে নারী ভোটারদের প্রভাবশালী...