27.6 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।এরই মধ্যে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদী হাসান প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

অভিযোগ করে তিনি বলেন, ‘নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে নানা রকম সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে প্রশাসন। অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, যা কাউকে জেতানোর কৌশল হতে পারে।’

সাদী হাসানের দাবি, ভোট যেন অবশ্যই ম্যানুয়ালি গণনা করা হয়।

একই সঙ্গে অভিযোগ করে বলেন, শিবির সভাপতি হলে প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

দেশবিরোধীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ’৭১ ও ’২৪ এ যারা দেশ ও জাতির সঙ্গে বেইমানি করেছে, তাদের কাউকে শিক্ষার্থীরা মেনে নেবে না। সবকিছুর ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীরা ছাত্রদলকে জয়যুক্ত করবে। জাহাঙ্গীরনগর প্রগতিশীল বিশ্ববিদ্যালয়, এখানে পরাজিত শক্তি আশ্রয় পাবে না।’

আরও পড়ুনঃ নারী ভোটেই ডাকসু নির্বাচনে শিবিরের বড় সাফল্য

প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে সাদী আরও বলেন, ‘গতকাল থেকে প্রশাসনের আচরণ একপেশে। অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশন উদাসীন।’

তবে ফলাফল যাই আসুক তা মেনে নেওয়ার মানসিকতা রয়েছে বলেও জানান তিনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...