26.9 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

ওবামা ‘দ্য অডাসিটি অফ হোপ’ বইতে লিখেছিলেন—হতাশার মাঝে আশাকে আঁকড়ে ধরা আসলে দুঃসাহস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
২০০৬ সালে প্রকাশিত বারাক ওবামার বহুল আলোচিত বই The Audacity of Hope মূলত তার রাজনৈতিক দর্শন, গণতন্ত্রের প্রতি আস্থা এবং আমেরিকার ভবিষ্যৎ নিয়ে এক গভীর বিশ্লেষণ। বইটি প্রকাশের মাত্র দুই বছর পরেই তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন, আর তাই এই বইকে অনেকেই তার রাজনৈতিক যাত্রার রূপরেখা বলে মনে করেন
“The Audacity of Hope” শব্দবন্ধটির উৎস আসলে একটি ধর্মোপদেশ, যা শিকাগোর ট্রিনিটি চার্চে পাদ্রি জেরেমাইয়া রাইট দিয়েছিলেন। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে ওবামা বইটির নাম রাখেন। তিনি বোঝাতে চেয়েছেন হতাশার অন্ধকার যত গভীরই হোক না কেন, আশাকে আঁকড়ে ধরা আসলে দুরূহ ও সাহসী পদক্ষেপ।
ওবামা মনে করিয়ে দেন, আশা শুধু অনুভূতি নয়, বরং তা হলো কার্যকর হওয়ার শক্তি
রাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক বৈষম্য বা সামাজিক অস্থিরতার ভেতর থেকেও মানুষ যদি আশার আলো ধরে রাখতে পারে, তবে সেটিই পরিবর্তনের সূচনা ঘটা তিনি যুক্তি দেন যে, গণতন্ত্র কেবল নীতির সংগ্রাম নয়, বরং মানুষের বিশ্বাস ও স্বপ্নকে বাস্তবায়নের এক প্রক্রিয়া
বইয়ে ওবামা আলোচনা করেছেন—
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অচলাবস্থা ও দলীয় বিভক্তি।
  • সাধারণ নাগরিকের জীবনমান উন্নয়নে সরকারের ভূমিক সামাজিক ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠার গুরুত্ব।পরিবার, ধর্ম, নৈতিকতা ও ব্যক্তিগত মূল্যবোধ কীভাবে রাজনীতির সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়ি
  • বইটি শুধু রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং একজন নেতার ব্যক্তিগত বিশ্বাস ও আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।পরবর্তীতে ওবামার নেতৃত্বশৈলী ও নির্বাচনী প্রচারণায় এই আশার দৃষ্টিভঙ্গিই প্রধান চালিকা শক্তি হয়ে ওঠে—যার প্রতিফলন দেখা যায় তার বিখ্যাত স্লোগানে: “Yes We Can”
- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...