26.9 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা: ১৫ জনের মৃত্যু, নিখোঁজ বহু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আকস্মিক দুটি প্রদেশে হড়কা বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। দেশটির দুটি প্রদেশে বন্যায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাকৃতিক এ দুর্যোগে নিখোঁজদের খুঁজতে ও উদ্ধার তৎপরতা চালাতে অভিযান চলছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শুরু হওয়া প্রবল বৃষ্টিতে পর্যটন দ্বীপ বালি এবং ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা বৃহস্পতিবার জানিয়েছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টো সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে, নিখোঁজদের খুঁজে পেতে এবং বাস্তুচ্যুতদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন বলে

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, নিখোঁজদের সন্ধান ও ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজে বিভিন্ন সংস্থার ৪০০ থেকে ৬০০ জন কর্মী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ ওবামা ‘দ্য অডাসিটি অফ হোপ’ বইতে লিখেছিলেন—হতাশার মাঝে আশাকে আঁকড়ে ধরা আসলে দুঃসাহস

বিএনপিবি’র মুখপাত্র আবদুল মুহারি বলেন, বৃষ্টির কারণে নদীগুলো উপচে পড়ে, যার ফলে বালির নয়টি শহর ও জেলায় প্রবল বন্যা দেখা দেয়। পাহাড়ি জনপদে কাদা, পাথর ও গাছ পড়ে যায় এবং নদীর পানি বেড়ে অন্তত ১২০টি এলাকা প্লাবিত হয়। বিভিন্ন স্থানে একাধিক ভূমিধসের ঘটনাও ঘটে।তিনি বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানান, মৃতের সংখ্যা নয় থেকে বেড়ে ১৪-তে পৌঁছেছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বালিতে, যাদের অধিকাংশই নদীর পানি বেড়ে যাওয়ায় স্রোতে ভেসে গেছেন। এখনো অন্তত দু’জন নিখোঁজ রয়েছেন।

আবদুল আরও জানান, ৫০০-র বেশি মানুষকে নিরাপদে সরিয়ে স্কুল ও মসজিদে আশ্রয় দেওয়া হয়েছে।

বালির রাজধানী দেনপাসারের মেয়র ই গুসতি নগুরা জয়া নগারা এই দুর্যোগ মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...