Your Ads Here 100x100 |
---|
শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান নির্বাচন জাতির জন্য ভালো কিছু বয়ে আনুক- মহান রবের দরবারে এটিই কামনা বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কামনা করেন।
জামায়াত আমির নিজের ফেসবুক পেজে লেখেন, ‘মহান আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা। সত্যের ওপর অটল থাকা এবং প্রিয় জনগণের ভালোবাসা ও সমর্থনের ওপর আস্থাই আমাদের শক্তি। শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান নির্বাচন জাতির জন্য ভালো কিছু বয়ে আনুক- মহান রবের দরবারে এটিই কামনা।’
আরও পড়ুন: হেরে যাওয়ার ভয়ে ভোট বর্জন করলে কিছু করার নেই: জিএস প্রার্থী মাজহারুল
জাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলাকালেই নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিন ভোটগ্রহণ নিয়ে নানা অভিযোগ উত্থাপন করে ছাত্রশিবির সমর্থিত প্যানেলও।
এর আগে গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ অধিকাংশ পদে বিপুল ভোটে বিজয়ী হয় ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।