26.9 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

অভ্যুত্থান মামলায় সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে  সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার দেওয়া এই রায়ে পাঁচ বিচারপতির মধ্যে চারজন দণ্ডাদেশের পক্ষে মত দেন, একজন খালাসের পক্ষে রায় দেন। খবর রয়টার্সের।
২০২২ সালের নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রসহ পাঁচটি অভিযোগে বলসোনারোকে দোষী প্রমাণিত করা হয়। ফলে ৭০ বছর বয়সী এই রাজনীতিককে তাই বাকি জীবন কারাগারেই কাটাতে হবে ।
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিল শাসন ভারে ছিলেন  ডানপন্থী এই সাবেক সেনা কর্মকর্তা। তার পাশাপাশি সাবেক মন্ত্রী ও সামরিক প্রধানসহ আরও সাতজনকে একই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
তবে নিজেকে নির্দোষ দাবি করে বলসোনারো বলেন, তিনি সম্পূর্ণ রাজনৈতিক দমনপীড়নের শিকার। বর্তমানে তিনি গৃহবন্দী আছেন।
 বলসোনারোর এই সাজা ব্রাজিল-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার তিনি বলেন, “বলসোনারোর দণ্ড আমাকে বিস্মিত করেছে এবং আমি এতে খুবই অসন্তুষ্ট।”
এর আগে চলতি বছরের ৯ জুলাই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ব্রাজিলে তার ঘনিষ্ঠ মিত্র বলসোনারোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়রানি করা হচ্ছে। সে সময় তিনি ব্রাজিলের ওপর কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়ে কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।
আন্তর্জাতিক মহল মনে করছে, বলসোনারোর এই দণ্ড শুধু ব্রাজিল নয়, আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতেও নতুন প্রভাব ফেলতে পারে।
- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...