26.9 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

নেপালে কারফিউ জারি, জেন-জিদের বিক্ষোভে নিহত ৫১

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :

নেপালে চলমান দুর্নীতিবিরোধী বিক্ষোভে  অন্তত ৫১ জন নিহত হয়েছেন। শুক্রবার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে অন্তত ২১ জন বিক্ষোভকারী এবং ৩ জন পুলিশ সদস্য রয়েছেন।

দেশটিতে সরকার পতনের পর সহিংসতা বৃদ্ধি পায়। সোমবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা, দুর্নীতি ও দুর্বল শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে পুলিশের দমন ও সংঘর্ষে নিহত হন বিক্ষোভকারীরা।

গত মঙ্গলবার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়; ক্ষুব্ধ জনতা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয়। এরপর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এ অবস্থায় সেনাবাহিনী রাস্তায় নেমে নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কারফিউ জারি করা হয়।

সেনাবাহিনী জানায়, বিক্ষোভ চলাকালীন তারা ১০০টির বেশি বন্দুক উদ্ধার করেছে। এর আগে বিক্ষোভকারীদের মধ্যে স্বয়ংক্রিয় অস্ত্র বহন করা দেখা গেছে।

পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিরে জানিয়েছেন, সহিংসতার সময় দেশজুড়ে একাধিক কারাগার থেকে পালানো প্রায় ১৩,৫০০ কয়েদির মধ্যে ১২,৫৩৩ জন এখনও পলাতক। নিহতদের মধ্যে জেল থেকে পালানো কয়েকজন কয়েদিও রয়েছেন, যাদের সংঘর্ষে প্রাণ হারাতে হয়েছে।

পালানোর সময় অনেকে ভারতের সীমান্ত পার হওয়ার চেষ্টা করলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বেশিরভাগকে আটক করেছে। দেশজুড়ে সহিংসতা ও নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি এখনও সরগরম রয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...