রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলের প্রিমোর্স্ক বন্দর এলাকায় শুক্রবার ড্রোন হামলা হয়েছে। হামলার পর একটি জাহাজ ও একটি পাম্পিং স্টেশনে আগুন লেগে যায়। বন্দরে তেল ভর্তি জাহাজ থাকলেও আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তেল ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রজদেনকো।
দ্রজদেনকো জানিয়েছেন, বাল্টিক সাগরের তীরে অবস্থিত বন্দরে ঠিক কোন ধরনের জাহাজে আগুন লেগেছিল এখনও নিশ্চিত নই। হামলা চলাকালে মোবাইল ইন্টারনেটের গতি কমে গিয়েছিল সম্ভবত।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই অঞ্চলের আকাশে ৩০টির বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে পোস্টে ইউক্রেন যুদ্ধের কোনো উল্লেখ করা হয়নি। প্রিমোর্স্ক বন্দরটি ফিনল্যান্ড উপসাগরের তীরে, সেন্ট পিটার্সবার্গের কাছে অবস্থিত।