কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু প্রযুক্তি জগতের আলোচ্য বিষয় নয়, বরং রাষ্ট্রীয় প্রশাসনেরও অংশ হয়ে উঠছে। ইউরোপের বলকান অঞ্চলের দেশ আলবেনিয়া এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে এক এআই-মানবীকে মন্ত্রীর পদে নিয়োগ দিয়েছে। নতুন এই এআই মন্ত্রীর নাম রাখা হয়েছে ‘দিয়েল্লা’, যার অর্থ আলবেনীয় ভাষায় সূর্য।
বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী এদি রামা দিয়েল্লাকে পরিচয় করিয়ে দেন। তিনি জানান, সরকারি প্রকল্পে যেসব বেসরকারি সংস্থা যুক্ত থাকবে— তাদের দরপত্র প্রক্রিয়া, সরকারি ক্রয় ও ব্যয়ের ওপর পূর্ণ নজরদারি করবে দিয়েল্লা। মূলত দুর্নীতি দমন মন্ত্রী হিসেবেই কাজ করবেন তিনি।
আলবেনিয়া দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ লাভের জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু দুর্নীতি দেশের সবচেয়ে বড় অন্তরায় হয়ে আছে। সম্প্রতি চতুর্থবারের মতো টানা সরকার গঠনকারী এদি রামা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,
“দিয়েল্লার একমাত্র প্রয়োজন বিদ্যুৎ চার্জ থাকা। সে কখনও দুর্নীতিতে জড়াবে না। তার নজরদারিতে প্রতিটি দরপত্র শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত থাকবে।”
রামা আরও জানান, ২০২৭ সালের মধ্যে ইইউ সদস্যপদ পাওয়ার লক্ষ্য নিয়েছে আলবেনিয়া। আর সেই লক্ষ্য অর্জনে দুর্নীতি দমন এখন সরকারের প্রধান এজেন্ডা।
সরকারের এই পদক্ষেপ নিয়ে সমালোচনাও হচ্ছে। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা গাজমেন্দ বারধি এক ফেসবুক পোস্টে মন্তব্য করেন,
“গত ১৫ বছরে এদি রামার নানা ভাঁড়ামো দেখেছি, এবার তার সর্বশেষ সংযোজন হলো এই এআই মন্ত্রী।”
বিশেষজ্ঞদের মতে, দিয়েল্লা কার্যকর হলে সরকারি ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা বাড়তে পারে। তবে প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ কতটা টেকসই হবে, তা এখনো সময়ই বলে দেবে।