26.9 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

নিউজিল্যান্ডের ফিলিস্তিনপন্থি মিছিলে হাজারো মানুষ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিলিস্তিনপন্থি এক বিশাল মিছিলে অংশ নিয়েছেন হাজারো মানুষ। আয়োজকদের দাবি, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এটিই সবচেয়ে বড় সমাবেশ।

শনিবারের এ মিছিলে অংশ নেয় প্রায় ৫০ হাজার মানুষ। তবে পুলিশের হিসাব অনুযায়ী উপস্থিতির সংখ্যা ছিল প্রায় ২০ হাজার।

আওতারোয়া ফর প্যালেস্টাইনের মুখপাত্র আরামা রাতা বলেছেন, গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে এটিই সবচেয়ে বড় মিছিল।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা যুদ্ধে এ পর্যন্ত ৬৪ হাজার ৭৫৬ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যানুযায়ী, খাদ্য সংকটের কারণে গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। শনিবারের ওই বিক্ষোভে অনেকের সঙ্গে ফিলিস্তিনের ব্যানার ও পতাকা দেখা যায়।

আরও পড়ুন: রাজনৈতিক অস্থিরতার মধ্যে ফ্রান্সের ক্রেডিট রেটিং নামাল ‘ফিচ’

কেউ কেউ আবার ‘গণহত্যাকে স্বাভাবিক করবেন না’, ‘ফিলিস্তিনের সঙ্গে একতাবদ্ধ হোন’ স্লোগান দেন। আয়োজকরা শহরের একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করতে চেয়েছিল। তবে প্রবল ঝড়ের কারণে তারা তা করতে পারেনি। পুলিশ জানিয়েছে ওই মিছিল থেকে কাউকে গ্রেফতার করা হয়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আওতায়োরা ফর প্যালেস্টাইন জানিয়েছে- তারা চেয়েছিল নিউজ্যালেন্ডের মধ্য ডানপন্থি সরকার ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করুক। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন আগস্টে গাজায় ইসরাইলি আগ্রাসনকে ভয়াবহ বলে অভিহিত করেন।

এছাড়া নিউজিল্যান্ড ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কিনা এ নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান। অন্যদিকে নিউজিল্যান্ডের জিউইশ কাউন্সিল ফিলিস্তিনিদের মিছিলের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: নিউজিল্যান্ড হেরাল্ড, রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...