- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক ;
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র যিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে সামাজিক মাধ্যমে আলোচনার মাঝখানেই থাকেন। সম্প্রতি শ্রী লেখা মিত্র তার ফেসবুকে লেখেন –
তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা আমার বাড়ির চারপাশে সামাজিক বয়কটের উস্কানি দিয়ে পোস্টারিং ও সামাজিক মাধ্যমে অশ্লীল কিছু পোস্ট-এর বিরুদ্ধে অভিযোগ কোন ব্যবস্থা না নেওয়ায় পুলিশি নিষ্ক্রিয়তায় বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলা করি ।
আমার আইনজীবী সামীম আহমেদ আজ আদালতের কাছে সওয়াল করেন: একজন সামাজিক কর্মী হিসাবে শাসকের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য দুষ্কৃতীরা আমাকে সামাজিক বয়কটের ডাক দিয়ে মানুষকে উস্কানি দিচ্ছেন ও বাড়ির চারপাশে পোস্টারিং শুরু করেছেন । আমার বিকৃত ছবি সম্মানহানি কর মন্তব্যসহ সামাজিক মাধ্যমে ভাইরাল করা হচ্ছে।
বিচারপতি নির্দেশ দেন : সামাজিক মাধ্যম থেকে সমস্ত ছবি তুলে নিতে হবে ।
এছাড়াও পুলিশকে নির্দেশ দেন, যদি এলাকায় কোনও পোস্টার থাকে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। মেটা ইন্ডিয়া কে এই মামলায় পার্টি করার নির্দেশ দেন। যদি এরপরেও এরকম কোনওরূপ ঘটনা ঘটে তা আদালতকে পরবর্তী শুনানির সময় নজরে বললেন।
২৪ এ নভেম্বরের মধ্যে সমস্ত ঘটনা ও অভিযোগের ভিত্তিতে তদন্তের বিষয় নিয়ে পুলিশকে আদালতে হলফনামা জমা দিতে হবে । এবং আমার বাড়ির বাইরে আসে পাশে যাতে কোনও অশোভনীয় পোস্টারিং না থাকে তা স্থানীয় পুলিশকে সুনিশ্চিত করার আদেশ দিল হাইকোর্ট । পরবর্তী শুনানি ডিসেম্বর মাসে।