28 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাদেশটি প্রকাশ করা হয়। এর আগে, বুধবার (১২ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় অধ্যাদেশটি জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এতে স্বাক্ষর করে।

অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, একই ধরনের নাম ব্যবহারের কারণে একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও অবস্থান নির্ধারণে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত আইন সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয় ছিল। সংসদ ভেঙে যাওয়ার প্রেক্ষাপটে রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেছেন।

শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ
শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

পরিবর্তিত ১৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ১০টি, শেখ ফজিলাতুন নেছা মুজিবের নামে একটি, শেখ হাসিনার নামে একটি এবং একটি মুজিবনগর নামে ছিল। এখন থেকে এসব বিশ্ববিদ্যালয়ের নাম সংশ্লিষ্ট জেলার নামে করা হয়েছে।

শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ
শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

নাম পরিবর্তিত বিশ্ববিদ্যালয়গুলো হলো:

  • নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়: নতুন নাম ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয়’।
  • কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়: নতুন নাম ‘কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়’।
  • নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়: নতুন নাম ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’।
  • মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়: নতুন নাম ‘মেহেরপুর বিশ্ববিদ্যালয়’।
  • গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়: নতুন নাম ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’।
  • শরীয়তপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়: নতুন নাম ‘শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়’।
  • গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি: নতুন নাম ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’।
  • জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: নতুন নাম ‘জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’।
  • পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: নতুন নাম ‘পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’।
  • নারায়ণগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: নতুন নাম ‘নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’।
  • গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: নতুন নাম ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’।
  • চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি: নতুন নাম ‘মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ’।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়: নতুন নাম ‘এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’।
শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ
শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

গত ১৬ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক আইডিতে শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে, আইনি প্রক্রিয়ায় গেজেট আকারে অধ্যাদেশটি জারি করতে অন্তর্বর্তী সরকারের প্রায় এক মাস সময় লেগেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...