27.6 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

জাপানে ১০০ বছর বয়সী লোকের সংখ্যা ১ লক্ষ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা রেকর্ড ভেঙে প্রায় এক লাখে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছে, চলতি মাসে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯,৭৬৩ জন, যার মধ্যে প্রায় ৮৮ শতাংশই নারী

বিশ্বের দীর্ঘায়ু দেশ হিসেবে পরিচিত জাপান দীর্ঘদিন ধরেই শতবর্ষীদের আবাসভূমি। যদিও গবেষকরা বৈশ্বিক শতবর্ষীদের প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্কে রয়েছেন, তবুও জাপান সবসময়ই শীর্ষে থাকে।

বর্তমানে জাপানের সবচেয়ে প্রবীণ নারী হলেন শিগেকো কাগাওয়া (বয়স ১১৪), যিনি নারা শহরের উপশহর ইয়ামাতোকোরিয়ামায় বসবাস করেন। আর সবচেয়ে প্রবীণ পুরুষ হলেন কিয়োটাকা মিজুনো (বয়স ১১১), ইওয়াতার নাগরিক।

জাপানে সাধারণত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা দীর্ঘায়ুর মূল কারণ হিসেবে ধরা হয়। তবে দেশটি একইসঙ্গে বিশ্বের দ্রুত বয়স্ক জনগোষ্ঠী–বর্ধনশীল সমাজগুলোর একটি, যেখানে জন্মহার তুলনামূলকভাবে কম।

শতবর্ষীদের সংখ্যা বৃদ্ধির পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক পরিবর্তনও। ১৯৬৩ সালে যখন জাপান সরকার প্রথমবারের মতো শতবর্ষীদের জরিপ শুরু করে, তখন মাত্র ১৫৩ জন ছিলেন শতবর্ষী। ১৯৮১ সালে এ সংখ্যা পৌঁছায় ১,০০০ জনে, আর ১৯৯৮ সালে তা ছুঁয়ে ফেলে ১০,০০০ জনকে। আজ সেই সংখ্যা এক লাফে প্রায় এক লাখের দোরগোড়ায়।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...