31.6 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫

কুড়িগ্রামে দুধকুমারের পানি বিপদসীমা ছুঁই ছুঁই, প্লাবিত সব নিম্নাঞ্চল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নদ-নদী অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আমন ক্ষেতসহ বিভিন্ন ফসল। ফলে ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার নাগেশ্বরী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে কিছুটা হ্রাস পেয়ে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। তবে উজানে ভারি বৃষ্টিপাতের কারণে আগামী দুই দিন নদীগুলোর পানি বাড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, পানি আরো বৃদ্ধি পেলে পানিতে তলিয়ে থাকা ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হবে। আবার দ্রুত পানি নেমে গেলেও জমির ফসল ক্ষতিগ্রস্ত হবে।

তিস্তার অববাহিকার মাঝের চর এলাকার কৃষক তাজ উদ্দিন জানান, তিস্তার পানি কখন বাড়ে, কখন কমে কিছুই বোঝা যায় না। পানি বাড়ার কারণে তার প্রায় দুই একর জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ওই এলাকার আরো কয়েকজন কৃষক।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘আগামী দুদিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হারে বাড়তে পারে। এসময় তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ফলে কুড়িগ্রাম জেলার নদ-নদীগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।’
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের আওয়ামী নেতা আর্শেদ উদ্দিন ট্রেন দূর্ঘটনায় নিহত

ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ এর সভাপতি আর্শেদ উদ্দিন মাদবর। তিনি জুলাই বিপ্লবের...