যৌতুক দাবি ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন মডেল সানাই মাহবুব। তবে আদালতে তিনি জানিয়েছেন, ভরণপোষণের দায়িত্ব নিলে সংসার করতে প্রস্তুত। সানাই আরও বলেন, কেউ চায় না সংসার ভাঙ্গতে ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে শুনানিকালে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন সানাই। তিনি বলেন—“আমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমার দায়িত্ব যদি স্বামী না নেয়, তাহলে কে নেবে?”
অভিযুক্ত স্বামী আবু সালেহ মূসা এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানিতে জানান, তিনি সংসার করতে চান। আদালত আপোসের শর্তে তার জামিন মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিঠুন সাহা বলেন, মূসা সানাই ও তার বাবার কাছ থেকে মোট ১৯ লাখ টাকা নিয়েছেন এবং আরও যৌতুক দাবি করেছেন। অপরদিকে আসামিপক্ষ জানায়, বিষয়টি আপোসে নিষ্পত্তি করতে চান তারা।
সানাই বলেন—“মামলাটি আপোসযোগ্য। আসামি সংসার করতে চায়, তাকে সুযোগ দিতে হবে।”
পরবর্তী আলোচনার জন্য আগামী ২৩ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৭ মে সানাই ও মূসার বিয়ে হয়। বিয়েতে ১৫ ভরি স্বর্ণ ও আসবাবপত্র দেওয়ার পরও পরবর্তীতে সানাই ও তার বাবার কাছ থেকে আরও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।