27.6 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

ভোলায় বোরহানউদ্দিনে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বিষয়ক অনাবাসিক উদ্যোক্তাদের প্রশিক্ষণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

ভোলা প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় আর এম টিপি প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী কর্মশালায় স্থানীয় কৃষক-উদ্যোক্তাদের আধুনিক চাষ কৌশল, বালাই ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ শেখানো হয়।
রানিগঞ্জ বাজার এলাকায় আয়োজিত প্রশিক্ষণে উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল ও জিজেইউএস-এর প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো. মুরাদ হোসেন চৌধুরী মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। তারা জানান, দেশে পেঁয়াজের চাহিদা বছরে প্রায় ৩০ লাখ টন; অধিকাংশই শীতকালে উৎপন্ন হয়। গ্রীষ্মে চাষ বাড়াতে পারলে আমদানি খরচ কমবে ও কৃষকের আয় বাড়বে।
প্রশিক্ষণার্থীদের মানসম্মত বীজ নির্বাচন, সেচ ব্যবস্থাপনা, সূর্যালোকের সদ্ব্যবহার, সুষম সার প্রয়োগ ও পরিবেশবান্ধব পদ্ধতিতে রোগ-পোকা দমন শেখানো হয়। জিজেইউএস-এর এসিস্ট্যান্ট ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মো. নাজিমুদ্দিন শান্ত জানান, ২৫ জন কৃষককে নিয়ে পাইলটিং করা হবে; সাফল্য এলে আগামী মৌসুমে আরও ২০০ কৃষক যুক্ত হবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল বলেন, “গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে হাই-ব্রিড জাতের (বারি-১, বারি-৪) বীজ ব্যবহার ও স্প্রিঙ্কলার সেচে ১ বিঘায় ১.৮-২ টন ফলন পাওয়া যায়। বাজার মূল্য ৪০-৪৫ টাকা কেজি ধরে অতিরিক্ত আয় ৩০-৩৫ হাজার টকা সম্ভব।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে ২ কেজি করে উচ্চফলনশীল বীজ, সার ও কীটনাশক সামগ্রী বিতরণ করা হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...