ফরিদপুরের সদরপুর উপজেলায় আলোচনায় আসতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছিলেন রায়হান জামিল নামে এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। তিনি ঘোষণা দেন, মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়া হবে। তবে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সেই বিতরণ কার্যক্রম ভেস্তে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন , রায়হান জামিল প্রায় ৬০০টি ইলিশ নিয়ে আসেন। সেখানে হাজির হয় দুই হাজারের অধিক মানুষ। অল্প সময়ের মধ্যেই মাছ শেষ হয়ে গেলে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে প্রার্থীকে পালিয়ে আত্মরক্ষা করতে হয়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে মাছ পাননি। উল্টো ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা পরে জামিলের গাড়িও ঘিরে ধরে।
রায়হান জামিল বলেন, “ইলিশ এখন দেশের সবচেয়ে দামি মাছ। অনেকেই কিনে খেতে পারেন না। তাই প্রতীকীভাবে ১০ টাকায় ৬০০টি ইলিশ দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু হাজার হাজার মানুষ এসে ভিড় করায় সবাইকে দেওয়া সম্ভব হয়নি। এজন্য আমি সবার কাছে দুঃখ প্রকাশ করেছি।”
সদরপুর থানার ওসি সুকদেব রায় জানান, আগে থেকেই এ বিষয়ে জামিলকে সতর্ক করা হয়েছিল। পরবর্তীতে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।