Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ এবার নীরবে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সম্পন্ন করেন।
বাগদানের খবর প্রকাশের পর থেকেই মাসউদের বাগদত্তাকে নিয়ে সারাদেশে কৌতূহল দেখা দেয়। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, লক্স্মীপুরের মেয়ে জেদনী বাগছাসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি সংগঠনটির মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবেও আছেন। গত ২৮ ফেব্রুয়ারি তিনি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন থেকে পদত্যাগ করেন।
নোয়াখালীর হাতিয়ায় জন্ম নেওয়া আবদুল হান্নান মাসউদ ২০২৩ সালে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।