27.6 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করল আমিরাত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশের জন্য পর্যটন ও কর্ম ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে।

সম্প্রতি দেশটির অভিবাসন বিভাগের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। শুধু বাংলাদেশ নয়, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা—মোট নয়টি দেশ এই সিদ্ধান্তের আওতায় রয়েছে। ব্যবসায়িক ভিসাধারীরাও এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন না।

ইউএই জানিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগ, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং মহামারির ঝুঁকি বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিস্তারিত ব্যাখ্যা এখনো দেয়নি দেশটির সরকার।

এদিকে যুক্তরাষ্ট্রেও অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এইচ-১বি ভিসার ফি ১ হাজার ৫০০ ডলার থেকে বাড়িয়ে এক লাফে ১ লাখ ডলার করেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এ তথ্য নিশ্চিত করেন।

২০০৪ সাল থেকে চালু এইচ-১বি ভিসা কর্মসূচির আওতায় প্রতি বছর প্রায় ৮৫ হাজার দক্ষ বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পান। বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল এবং ব্যবসায় প্রশাসনের মতো খাতে মূলত এই ভিসায় কর্মী নিয়োগ দেওয়া হয়। অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও গুগলের মতো কোম্পানিগুলো এই ভিসার বড় সুবিধাভোগী।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...