27.6 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

গলাচিপা নদীভাঙনের হাত থেকে রক্ষা করার দাবিতে মানববন্ধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে ভয়াবহ নদীভাঙনের কবলে পড়েছে গলাচিপা-পটুয়াখালী মহাসড়ক। রামনাবাদ নদীর করাল গ্রাসে স্থায়ী ভাঙন হতে রক্ষা করার দাবিতে মনববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

নদীর তীরে দাঁড়িয়ে মনববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। শনিবার সকাল ১০ টার সময় আমখোলা ইউনিয়নের রামনাবাদ কোলঘেঁষা ভাংরা গ্রাম নদীর তীরে জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অসহায় মানুষ এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. কামাল হাওলাদার, আমখোলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. সোলায়মান মৃধা, শ্রমিক দলের আহবায়ক মো. জয়নাল মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবদল নেতা মো. আনিছুরর রহমান, যুগ্ম আহবায়ক জি, এম, সোহাগ, ছাত্র দল নেতা মো. হাবিবুর রহমান, কৃষক মো. নাছিম চৌকিদার প্রমুখ।

বক্তরা বলেন, প্রতিদিন শত শত শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগী এই সড়ক ব্যবহার করেন। এটি গলাচিপা, রাঙ্গাবালী ও দশমিনাসহ তিন উপজেলার আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষকে জেলা শহরের সঙ্গে সংযুক্ত করে রেখেছে। সড়কটি বিচ্ছিন্ন হয়ে গেলে জনজীবনে নেমে আসবে চরম ভোগান্তি।#

মো:জহিরুল ইসলাম,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...