যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী হিসেবে যেতে চাইলে এখন থেকে গুণতে হবে বাড়তি ১ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ২১ লাখ টাকা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এই সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন। খবর বিবিসির।
এই ভিসাটি মূলত এইচ-১বি ভিসা প্রোগ্রাম নামে পরিচিত। ভারত ও চীনসহ বিভিন্ন দেশ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক কর্মী এ ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, বিদেশি কর্মী দের আসার কারনে মার্কিন নাগরিকদের মধ্যে বেকারত্ব বাড়ছে।
ওভাল অফিসে বাড়তি ফি ঘোষণার সময় ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, “এইচ-১বি ভিসার জন্য বছরে এক লাখ ডলার দিতে হবে এবং বড় বড় কোম্পানিগুলো এতে রাজি আছে। আমাদের দেশের স্নাতকদের প্রশিক্ষণ দাও, বাইরের লোক এনে আমেরিকানদের চাকরি কেড়ে নিও না।”
অন্যদিকে, ইলন মাস্কসহ প্রযুক্তি উদ্যোক্তারা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। তাদের মতে, এইচ-১বি ভিসা যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে শীর্ষ প্রতিভা আকর্ষণের সুযোগ দেয়, যা দেশটির প্রযুক্তি ও ব্যবসায়িক খাতে প্রতিযোগিতা ধরে রাখতে সহায়তা করে।
এর আগে এই ভিসার জন্য বিভিন্ন প্রশাসনিক ফি বাবদ মোট ১ হাজার ৫০০ ডলার খরচ হতো। ২০০৪ সাল থেকে চালু হওয়া এই কর্মসূচিতে প্রতি বছর প্রায় ৮৫ হাজার দক্ষ বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান।