Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে থাকা ভারত সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে। তবে দলে সুযোগ না পাওয়া তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়ালের নাম আলোচনায় রয়ে গেছে। ফর্মের তুঙ্গে থাকলেও নির্বাচকেরা তাকে স্কোয়াডে রাখেননি; বরং শুভমান গিলকে ফিরিয়ে এনে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছেন।
বাদ পড়লেও মনোবল শক্ত রেখেছেন জয়সওয়াল। ভারতীয় গণমাধ্যম ‘ম্যাশেবল ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
“এটা নিয়ে আমি ভাবি না। সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচকের। আমার কাজ শুধু রান করা। আমি কঠোর পরিশ্রম চালিয়ে যাব।”
২৩ বছর বয়সী বাঁহাতি ওপেনার আইপিএল ২০২৫-এ ১৪ ম্যাচে করেছেন ৫৫৯ রান, গড় ৪৩ ও স্ট্রাইক রেট ১৫৯। ছয়টি অর্ধশতক তাঁর ব্যাট থেকে এসেছে। ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতেও ঝলসেছেন—দুটি সেঞ্চুরিসহ ৪১১ রান।
নিজের ভবিষ্যৎ নিয়ে জয়সওয়াল শান্ত ও আত্মবিশ্বাসী। তাঁর ভাষায়,
“যখন আমার সময় আসবে, তখন সবকিছু ঠিকভাবে হবে। আমি শুধু নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে যেতে চাই এবং কঠোর পরিশ্রম চালিয়ে যেতে চাই।”
২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিনি খেলেছেন ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ, করেছেন ৭২৩ রান। একটি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধশতক ইতিমধ্যেই তাঁর ঝুলিতে। ভারতের হয়ে একদিন বিশ্বকাপ জেতা জয়সওয়ালের বড় স্বপ্ন। যদিও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন, মাঠে নামার সুযোগ পাননি।