31.6 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫

অবশেষে গ্রেফতার ছাত্র হত্যা মামলার আসামি “জাপানি হান্নান”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক:

জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আমিনুল ইসলাম হান্নান ওরফে ‘জাপানি হান্নান’কে অবশেষে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে বিমানবন্দর থানা পুলিশ বিশেষ অভিযানে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকা কুখ্যাত এই আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলাটি সবচেয়ে আলোচিত। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আরও কয়েকটি মামলা রয়েছে। এর আগেও একটি হত্যা মামলায় কারাভোগের পর তিনি মুক্তি পান।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, “জাপানি হান্নান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় হান্নান দীর্ঘদিন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন। ফ্যাসিবাদ সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ ও একটি হত্যাকাণ্ডে প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘জাপানি হান্নান’-এর গ্রেফতার নিয়ে তীব্র আলোচনার ঝড় উঠেছে। পুলিশ জানিয়েছে, তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার অতীত কার্যক্রমের বিস্তারিত তদন্ত করা হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের আওয়ামী নেতা আর্শেদ উদ্দিন ট্রেন দূর্ঘটনায় নিহত

ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ এর সভাপতি আর্শেদ উদ্দিন মাদবর। তিনি জুলাই বিপ্লবের...