31.6 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫

ঢাবি ( সূর্যসেন হল ) ভিপি’র জরিমানার অর্থ জামায়াতের বায়তুল মালে জমা হচ্ছে : রিজভী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল সংসদের সহসভাপতি (ভিপি) আজিজুল হক কর্তৃক এক দোকানিকে জরিমানা করার বিষয়টি কে নেতিবাচকভাবে দেখছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ ধরনের জরিমানার অর্থ শেষ পর্যন্ত জামায়াতের বায়তুল মালে জমা হয় ।

রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় রিজভী বলেন, ছাত্রনেতাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। দোকানদার বা মার্কেটের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আইনগত  এখতিয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। কিন্তু ছাত্রনেতারা নিজেরা জরিমানা করছেন—এটি ‘অসাংবিধানিক’ এবং ‘অশুভ লক্ষণ’।

তিনি আরও বলেন , বিশ্ববিদ্যালয়ের হলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে লোহার খাট বা ডাইনিং টেবিল সরবরাহ করাও অনভিপ্রেত। তাঁর মতে, ছাত্রদের সমস্যা থাকলে তা আন্দোলনের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানানো উচিত।

এ সময় তিনি গণমাধ্যমের সমালোচনা করে বলেন, বিএনপির বিরুদ্ধে পক্ষপাতমূলক প্রচারণা চালানো হচ্ছে, অথচ জামায়াতসহ অন্য দলের বিতর্কিত কর্মকাণ্ড ফলাও করে প্রচার করা হয় না।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর সূর্যসেন হলে একটি দোকান থেকে টেস্টিং সল্ট (এমএসজি) পাওয়ায় ভিপি আজিজুল হক দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করেন এবং একটি লিখিত চুক্তিও স্বাক্ষর করান। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন- ছাত্রনেতাদের এ ধরনের জরিমানা করার এখতিয়ার নেই; এটি হলে প্রশাসনের দায়িত্ব।


👉 চাইলে আমি এটি

- Advertisement -spot_img
সর্বশেষ

জামাত চাই মওদুদীর আদর্শ আর বিএনপি চায়, রাসূল সাঃ এর আদর্শ : ভোলায় হাফিজ ইব্রাহিম

  আবু মাহাজ, ভোলা।।। বিএনপি’র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, জামাত চাই...