Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
আসছে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, এবারের পূজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। যেহেতু পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান, ফলে প্রত্যেকের জায়গায় প্রত্যেকের ।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিভিন্ন রুটে মাদক প্রবেশ করছে এবং এর বিপরীতে চাল, সার ও ওষুধ পাচার হচ্ছে। শুধু কক্সবাজার-চট্টগ্রাম রুট নয়, বরিশাল ও বরগুনার সমুদ্রসংলগ্ন নৌ রুটেও এসব পণ্য পাচার হচ্ছে।
তিনি আরও বলেন, আরাকান আর্মিরা মাদকনির্ভর হয়ে টিকে আছে। বর্তমানে প্রচুর পরিমাণে মাদক ধরা পড়ায় এর দামও বেড়ে গেছে।
দেশের কৃষকদের অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে কৃষকরা আলুর ন্যায্যমূল্য পাচ্ছেন না। এ অবস্থায় তারা যদি ভবিষ্যতে আলু চাষে নিরুৎসাহিত হন, তবে আগামী দিনে আলুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
প্রতিমা ভাঙচুর প্রসঙ্গে উপদেষ্টা জানান, এ বছর এ ধরনের ঘটনার সংখ্যা অনেক কম। যেসব এলাকায় প্রতিমা ভাঙচুর হয়েছে, সেসব ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে।