31.6 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫

টসে জিতে আলী আগার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান সূর্যকুমার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলা ডেস্ক:
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ সুপার ফোরের টসে ভারত-পাকিস্তান ম্যাচের আগেই উত্তেজনা ছড়ালো। টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার ঘোষণা দেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে সেই  মুহূর্তে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাতে চান নি তিনি। বরং সরাসরি চলে যান ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর কাছে। পাল্টা একইভাবে সৌজন্য এড়িয়ে যান সালমানও।
এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও (১৪ সেপ্টেম্বর) একই ঘটনা ঘটেছিল। সূর্যকুমার প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাননি, যা নিয়ে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে অভিযোগ করে। যদিও পরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে ক্ষমা চান বলে দাবি করে পিসিবি।
তবে ভারতীয় গণমাধ্যম আগেই জানিয়েছিল, দলটি তাদের “নো-হ্যান্ডশেক” নীতি বজায় রাখবে। ফলে টসের এই ঘটনার পর ভারত-পাকিস্তান লড়াইকে মাঠের বাইরেও আরও উত্তপ্ত করে তুলেছে।
এদিকে ম্যাচের আগের দিন পাকিস্তান দল হঠাৎ নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে, যা দুই দলের দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মুন্সিগঞ্জে জেলা গোয়েন্দা সংস্থা- বিপুল পরিমাণে গাজা জব্দ আটক ২

মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলায় পিকআপে গাঁজা বহনের সময় ১২কেজি গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ...