দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক রুদ্ধশ্বাস ওয়ানডে ম্যাচে ৪৩ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। তবে জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচটি আলোচনায় এসেছে নিখাদ ব্যাটিং উৎসবের জন্য, যেখানে ভেঙেছে নারী ক্রিকেটের একাধিক রেকর্ড।
প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া গড়ে ৪১২ রানের বিশাল সংগ্রহ। ভারতের মেয়েরাও দারুণ লড়াই করে ৩৬৯ রানে অলআউট হয়। দুই দল মিলে মোট রান হয় ৭৮১, যা নারী ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ।
অস্ট্রেলিয়ার করা ৪১২ রান নারী ওয়ানডেতে তাদের যৌথ সর্বোচ্চ ইনিংস। ১৯৯৭ বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষে একই রান করেছিল তারা। এ ম্যাচে দুই দল মিলে মোট ৯৯টি চার ও ১২টি ছক্কা মেরেছে। অর্থাৎ, এক ম্যাচে দর্শকরা উপভোগ করেছেন ১১১টি বাউন্ডারি, যা নারী ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বাউন্ডারির সেঞ্চুরি।
ভারতীয় নারী দলও ভেঙেছে নতুন রেকর্ড। এর আগে কখনো ৪০০ রান হজম করেনি তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার প্রথমবারের মতো চারশো রান খাওয়ার স্বাদ পেলো। তবে রান তাড়ায় ভারতের ৩৬৯ রান এখন পর্যন্ত নারী ক্রিকেটে সর্বোচ্চ রানচেজে কোনো দলের ইনিংস। এর আগে দক্ষিণ আফ্রিকা ২০২3 সালে ভারতের ৩২৫ রানের জবাবে করেছিল ৩২১ রান।
এই ম্যাচ শুধু একটি জয়-পরাজয়ের গল্প নয়, বরং নারী ক্রিকেটের নতুন উচ্চতা ছোঁয়ার প্রমাণ।
আবু মাহাজ, ভোলা।।।
বিএনপি’র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, জামাত চাই...