27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ঢাকার সাভারে বাসে ছিনতাই: ছুরিকাঘাতে তিনজন আহত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ঢাকার সাভার উপজেলার পুলিশ টাউন এলাকায় আজ শুক্রবার যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বাসে কিছু যাত্রী বাধা দিতে গিয়ে ছিনতাইকারীদের ধারালো ছুরির আঘাতে তিনজন আহত হন, যাদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কয়েকজন বাসযাত্রী জানিয়েছেন, মানিকগঞ্জ থেকে ঢাকার গুলিস্তানের উদ্দেশ্যে চলা শুভযাত্রা পরিবহনের একটি বাসে ঘটনা ঘটেছিল। আজ দুপুর সাড়ে ১২টার দিকে, সাভার উপজেলার পুলিশ টাউন এলাকায় একটি ব্রিজের নিকটে যাত্রী গ্রহণের জন্য বাসটি থামানোর সময়, দুই জন ধারালো চাকু (ছোট আকৃতির) হাতে ব্যক্তি বাসে উঠেন। বাসে উঠেই তাঁরা সামনের দিকের যাত্রীদের তল্লাশি করে মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন এবং পরে কয়েকজন নারী যাত্রীর গলা থেকে চেইনও ছিনিয়ে নেন।

ঘটনাস্থলে, ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে কিছু যাত্রী তাদের বাঁধা দেওয়ার চেষ্ঠা করেলে  , ছিনতাইকারীরা ধারালো ছুরি ব্যবহার করে যাত্রীদের আঘাত করেন, যার ফলে বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে, ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যান।

ভুক্তভোগী এক নারী যাত্রী খবরের দেশ কে  জানিয়েছেন, “আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট থেকে ধানমন্ডি যাওয়ার জন্য শুভযাত্রা বাসে উঠেছিলাম। ব্যাংক টাউন পার হওয়ার পর বাসে দুজন ছিনতাইকারী উঠেন। তাঁরা বাসের সামনের দিকে দুজন ব্যক্তিকে লক্ষ্য করে অভিযোগ তুলেন, যদিও অন্যান্য যাত্রীদের সাথে কোনো সমস্যা ছিল না। পরে তাঁরা ওই দুজনসহ বাসের অনেকের কাছ থেকে মুঠোফোন ও মানিব্যাগ কেড়ে নেন এবং আমার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেন। যখন একজন যাত্রী বাধা দেন, তখন বাকি যাত্রীরা এগিয়ে আসেন; এরপর ছিনতাইকারীরা কয়েকজনকে ছুরিকাঘাতে করেন।”

আরেকজন বাসযাত্রী  বলেছিলেন, “ছিনতাইকারীরা বাসের যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ ও চেইন ছিনিয়ে নেন। যখন তাঁরা বাসের পেছনের দিকে গেলে  কিছু যাত্রী বাধা দিতে চেষ্টা করেন, তখন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে চালকের সহকারীসহ তিনজন আহত হন। তাঁদের মধ্যে দুজনের পায়ে এবং একজনের হাতে মারাত্মক আঘাত হয়েছে। এরপর তাঁরা দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যান। বাসে মোট ১৫-২০ জন যাত্রী ছিলেন।”

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া প্রথম আলোকে বলেন, “ঘটনাটি জানার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...