32 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বাংলা সংগীতের জগতে এক উজ্জ্বল নক্ষত্রের প্রস্থানের বার্তা আমাদের সকলকে গভীর শোকে নিমজ্জিত করেছে। বর্ষীয়ান গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, যিনি তাঁর হৃদয়স্পর্শী সুর ও অনন্য গানের মাধ্যমে বাংলার মানুষের জীবনে সুরের আলো ফুটিয়েছেন, আজ ১৫ ফেব্রুয়ারি কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর ।
প্রতুল মুখোপাধ্যায়ের জন্ম ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে। তাঁর শৈশবে থেকেই সঙ্গীতে অগাধ আগ্রহ ছিল। দেশভাগের সময় পরিবারসহ ভারতে চলে যাবার পড় , চুঁচুড়ায় কাটানো সেই সাদামাটা দিনগুলি তাঁর সৃষ্টির প্রেরণা হয়েছিল । তাঁর অনন্য সঙ্গীতসৃষ্টি – “আমি বাংলায় গান গাই”সহ আরও বহু কালজয়ী গান – বাংলা সংগীতকে একটি নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে । তিনি শুধু গান গাইতেন না, নিজের লেখা ও সুরে মানুষের হৃদয়ে একটি বিশেষ ছাপ রেখে চলেছে , যা ভবিষ্যৎ প্রজন্মের যন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায়

 

জানুয়ারি মাসের শুরুর দিকে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে প্রতুলকে হাসপাতালে ভর্তি করা হয়। গায়কের পরিবার সূত্রে জানা যায়, নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হলে দ্রুত তাকে নাক-কান-গলা (ইএনটি) বিভাগে ভর্তি করা হয়।
এরপর আবার জানুয়ারি মাসের শেষের দিকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন প্রতুল। হঠাৎই শুরু হয় শ্বাসকষ্ট। ফুসফুসের প্রবল সংক্রমণের মধ্যেই হার্ট অ্যাটাক করেন। দ্রুত কার্ডিওলোজি বিভাগে শিল্পীকে স্থানান্তর করা হয়। দেয়া হয় প্রয়োজনীয় হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক।
এসএসকেএম হাসপাতালে অন্ত্রের অপারেশন করা হয় প্রতুলের। অপারেশনের পরপরই বেশকিছু শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করে। এরপরেই তার হার্ট অ্যাটাক হয়। যা পরিস্থিতি আরও জটিল করে তোলে। গত দুই সপ্তাহ হাসপাতালের আইসিইউতেই চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এ শিল্পী। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন।
প্রতুল মুখোপাধ্যায়ের সৃষ্টির মাধ্যমে বাংলা সংগীতের আত্মা ও চেতনা নতুন করে জাগ্রত হয়েছে। তাঁর গানগুলো যেমন “আমি বাংলায় গান গাই”, তেমনি অন্যান্য সৃষ্টিও মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। তাঁর বিদায়ে সংগীতজগতের শূন্যতা সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে তাঁর সৃষ্টি ও সৃষ্টিশীলতাকে স্মরণ করে আমরা অনুপ্রেরণার নতুন দিগন্ত উন্মোচিত করতে পারবো।
প্রতুল মুখোপাধ্যায় শুধু একজন শিল্পী ছিলেন না; তিনি ছিলেন বাংলা সংগীতের এক অনন্য রূপকার, যার প্রতিটি সুর, প্রতিটি গান মানুষের জীবনে সুখ, প্রেম ও দেশপ্রেমের ছোঁয়া এনে দেয়। তাঁর সৃষ্টির দীপ্তি ও ভালোবাসা আগামী দিনগুলিতে আমাদের অনুপ্রেরণার উৎস হিসেবে চিরকাল অমর থাকবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ট্রাম্প প্রশাসনের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় ১১টি দেশ ‘লাল’ তালিকায়

যুক্তরাষ্ট্র নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে, যা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার চেয়ে আরও ব্যাপক হতে পারে। এ...