27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বেনাপোলের পল্লীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত -৫

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

যশোরের বেনাপোল পোর্ট থানার পল্লিতে জমিজমা সংক্রান্ত বিরোধ নিরসনের সালিসকে কেন্দ্র করে বিএনপির দু‘পক্ষের সংঘর্ষ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি‘র পাঁচ জন নেতাকর্মী আহত হয়েছে।

শনিবার দুপুর ১২ টার সময় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময় ১০ থেকে ১২ টি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
আহতরা হলেন, বালুন্ডা গ্রামের ওম্বত আলীর ছেলে ইরফান আলি (৩৫), সুলতান মল্লিকের ছেলে আবুজর (২৩), আব্দুল গণির ছেলে মোকারুল (৮) তাহাজ্জত মোড়লের ছেলে আবু সিদ্দিক (৪৫) ও পুটের ছেলে জালাল উদ্দিন (৩২)।
জানা গেছে, শনিবার সকালে বালুন্ডা উত্তর পাড়ার অহিদ বিশ্বাস ও ফজলু বিশ্বাসের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিরসনের সালিশ হচ্ছিল। এসময় বেনাপোলের পুটখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুল ও ৫ নং বালুন্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুলের সমর্থক নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হলে কবিরুল সমর্থক ৫ জন নেতাকর্মী আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে ২ জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।

সংঘর্ষে, আহত ব্যক্তি
সংঘর্ষে, আহত ব্যক্তি


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দু‘পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরকে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে...