32 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা তহবিল বাতিল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন আন্তর্জাতিক সহায়তা তহবিল কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে বাংলাদেশ ও ভারতসহ একাধিক দেশের জন্য নির্ধারিত অর্থায়ন বাতিল করা হয়েছে। বাংলাদেশের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ২৯ মিলিয়ন মার্কিন ডলারসহ ভারতের নির্বাচনী অংশগ্রহণ বৃদ্ধির জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের তহবিলও বাতিল করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই) এই বাজেট কাটছাঁটের ঘোষণা দেয়।

বাংলাদেশ ও ভারতের পাশাপাশি মোজাম্বিক (১০ মিলিয়ন ডলার), কম্বোডিয়া (২.৩ মিলিয়ন ডলার), সার্বিয়া (১৪ মিলিয়ন ডলার), মলদোভা (২২ মিলিয়ন ডলার), নেপাল (৩৯ মিলিয়ন ডলার) এবং মালি (১৪ মিলিয়ন ডলার) সহ বেশ কয়েকটি দেশের জন্য নির্ধারিত সহায়তা তহবিলও বাতিল করা হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাজেট কমানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে। ইলন মাস্ক বলেছেন, “বাজেট ছাঁটাই ছাড়া চলতে থাকলে যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে।”

এদিকে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে গণ-আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে আশ্রয় নেন। বর্তমানে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে।

এই বাজেট ছাঁটাইয়ের কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। যদিও বৈঠকের পর দুই দেশের সম্পর্ক জোরদার করার ঘোষণা দেওয়া হয়, তবে এই তহবিল বাতিলের বিষয়ে কোনো যৌথ বিবৃতি আসেনি।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভারতের নির্বাচনী ব্যবস্থার ওপর সরাসরি প্রভাব ফেলবে। এছাড়া, অন্যান্য দেশেও আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল কর্মসূচিগুলো বাধাগ্রস্ত হতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...