Your Ads Here 100x100 |
---|
বিশ্বের শোবিজ তারকাদের নেই প্রেম-বিয়ে নিয়ে লুকোচুরি, কিন্তু দেশীয় তারকারা বিয়ের সংবাদ গোপন রাখতেই পছন্দ করেন। আগে থেকেই এমনটি হয়ে আসছে, যা এখনো চলমান। যদিও গোপন খবর আর থাকে না গোপনে! এসব লুকিয়ে প্রেম-বিয়ের রহস্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। লিখেছেন- পান্থ আফজাল
বিশ্বের নামিদামি তারকারা তাঁদের একান্ত ব্যক্তিগত ও গোপন নানা বিষয় শেয়ার করেন ভক্তদের জন্য। এসব নিয়ে তাঁদের রাখঢাক বা মাথাব্যথা না থাকলেও দেশীয় শোবিজে দেখা যায় ঠিক তার বিপরীত চিত্র। তারকাদের বিপক্ষে যায়, তেমন ধরনের খবর চেপে রাখতেই বেশি পছন্দ করেন দেশীয় তারকারা। আর এসব গোপন রেখে তাঁরা প্রশান্তির ঢেঁকুর তোলেন। যদিও গোপন খবরটি আর রয় না গোপনে! পরে গোপন বিষয় জানাজানি হলে তাঁরা নানা ধরনের ব্যাখ্যার অবতারণা করেন। আসলে বিয়ে, সংসার নিয়ে লুকোচুরি করাটা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। সবার কথা হলো- তারকারা মুভি সাইন, শুটিং, নাটক-ছবি প্রযোজনা করা, শুভেচ্ছাদূত হওয়া, বিদেশে উড়ালসহ পরীক্ষায় ফার্স্ট-সেকেন্ড হওয়ার খবর দিতে ব্যতিব্যস্ত হলেও প্রেম-বিয়ে বা ব্যক্তিগত বিষয় কেন গোপন রাখতে চান? আবার তা সবার সামনে এলে বলেন, ‘এটা একান্তই ব্যক্তিগত বিষয়।’ বলা যায়, দেশের বেশির ভাগ তারকা নার্সিসিজমে (আত্মপ্রেমে) ভোগেন। তাঁরা এমন একটা অদ্ভুত ভাবমূর্তি ধরে রাখতে চান, যেন সবাই তা চমক হিসেবে নেন!
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে প্রেম, একসাথে বসবাস, বিয়ের গুঞ্জনে বহুবার খবরের শিরোনাম হয়েছেন নির্মাতা আদনান আল রাজীব। গত কয়েক বছরে ব্যক্তিগত কারণে থেমে থেমে আলোচনায় উঠে এসেছেন এই জুটি। তবে এবার আবারো দুজনকে নিয়ে চলছে আলোচনা। কারণ, আগামী ২৩ তারিখে গায়ে হলুদ এবং ২৪ তারিখে রিসিপশন হওয়ার খবর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। জোর কদমে চলছে প্রস্তুতিও। যদিও এই বিষয়ে দুজনে মুখে কুলুপ এঁটেছেন। বলছেন, সবই ব্যাক্তিগত বিষয়!
যদিও বারবার সম্পর্কের প্রমাণ মিলেছে দর্শকের।২০১৮ সালে নায়িকা আদনানের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে লেখেন ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।' তার পরই সব জল্পনার সূত্রপাত। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়ায় ভীষণই বিরক্ত অভিনেত্রী। নিজের বিরক্তি উগরে দিয়েছেন ফেসবুকে লিখেছেন,
অতিরঞ্জিত সাংবাদিকতার আত্মার শান্তি কামনা করি।’ তাঁরা কি আদৌ লুকিয়ে বিয়ে করেছেন? সেই উত্তরেরই অপেক্ষায় ছিল সবাই।
আবার এক দুপুরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেহজাবীন চৌধুরীর সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করেন নির্মাতা আদনান আল রাজীব। যে ছবিতে দেখা যায়- সমুদ্রের পাড়ে কোনো একটি রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজীবকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে আছেন অভিনেত্রী মেহজাবিন। যার ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘ভালোই লাগে’।
প্রায় সময়ই রাজীবের ফেসবুকে মেহজাবীনের সঙ্গে একাধিক ছবিতেই দেখা গেছে তাঁকে। এর মধ্যে আবার শোবিজ পাড়ায় রটে গেছে, বিয়ে করেছেন এই জুটি।
এর আগে ২০১৯ সালেও রাজীবের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল। সে সময় ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীন ও রাজীবের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।সে সময় অবশ্য ঘটনাটি নিয়ে গণমাধ্যমে রাজীবকে নিজের বন্ধু বলেই জানান মেহজাবীন। এমনকি সম্পর্কের কথা অস্বীকার করে বলেছিলেন, ‘আমি যখন অন্য বন্ধুদের সঙ্গে হাঁটি, তখনো সবার সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে চেষ্টা করি। পেছনে যাতে না পড়ে যাই, তাই অনেক সময় হাত ধরে হাঁটি। রাজীবের হাত ধরে হাঁটার বিষয়টিকে তেমন মনে করলেই হয়। এটা কোনো ব্যাপার না। আমি একজন মানুষের হাত ধরেছি। একজন নির্মাতা কিংবা অন্য কোনো কিছু না। আশপাশে অনেক মানুষ, তাই হাত ধরেছি। অনেক দ্রুতগতিতে হেঁটে যেতে চেয়েছি।’
এভাবে পড়শী, জোভান, স্বাগতা, সিঁথি সাহা , তাহসান, শশী বিয়ে করেন বলা যায় গোপনেই।
এর আগে বিদ্যা সিনহা মিম ও সনি পোদ্দারের বিয়ে হয় চুপিসারে! কেন বিয়ে নিয়ে এই গোপনীয়তা? মিম-সনির পরিচয় ঘটে ৬ বছর আগে। কিন্তু দুজনের কেউই তা প্রকাশ্যে আনেননি। শেষ পর্যন্ত হুট করে বাগদান, এরপর মিডিয়াকে না জানিয়ে বিয়ে! এর আগে শোবিজ বাতাসে ভেসেছিল সাবিলা নূর-নেহালের সম্পর্ক, প্রেম ও বিয়ের খবর। তা নিয়ে সংবাদ হলে গুজব হিসেবে উড়িয়ে দিলেও পরে দুজনে ঠিকই গাঁটছড়া বাঁধেন। অভিনেত্রী টয়া-শাওনের বিয়েটাও হুট করেই হয়। বিভিন্ন বিষয়ে নিজ থেকে সংবাদ জানানোর ব্যাপারে উদার থাকলেও তারকারা বিয়ে করেন চুপিচুপি। ভাবনা-অনিমেষের মধ্যকার সম্পর্ক ‘জাস্ট ফ্রেন্ড’ বলে অভিহিত হলেও তাঁরা অনেক আগেই গাঁটছাড়া বেঁধেছেন বলে গুঞ্জন রয়েছে। সাফা কবির এর জীবনসঙ্গীও চূড়ান্ত বলে গুঞ্জন রয়েছে। সালহা খানম নাদিয়া, নাদিয়া আফরিন মিম, হাবিব ওয়াহিদ, সালমা, ন্যান্সি, পুতুল, কণা, প্রতীক হাসান, ইলিয়াস, কর্ণিয়াসহ অনেক শিল্পীও বিয়ে করেছেন চুপিচুপি। একদম নীরবে বিয়ে করতে চেয়েছিলেন সিয়াম আহমেদ। প্রেমিকা অবন্তির সঙ্গে গোপনে গায়ে হলুদ হওয়ার পর কিছু আলোকচিত্র চলে যায় ফেসবুকে। এরপরও সিয়াম তা স্বীকার করতে চাননি। বিয়ের খবর গণমাধ্যমে আসুক, এটা যেন মানতেই পারছিলেন না সিয়াম! এর আগে শবনম ফারিয়া-অপুর বিয়েটাও ছিল চমকে ভরা। কারণ চুপিসারে বিয়ের কাজটি সেরে নেওয়ার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত তা আর গোপন থাকেনি। চিত্রনায়িকা অপু বিশ্বাস যখন সন্তানসম্ভবা হন তখন থেকেই একটু একটু করে শাকিব খানের গোপন বিয়ের খবরটি প্রকাশ্যে আসতে থাকে। শাকিব-বুবলীর সম্পর্ক-বিয়ে ও সন্তান নিয়েও মিডিয়ায় চলছে জোর গুঞ্জন। চিত্রনায়ক ইমন ও সাইমন সাদিক তাঁদের বিয়ের কথা কখনোই প্রকাশ্যে আনতে চাননি। হুট করেই স্ত্রী-সন্তানকে নিয়ে তোলা কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেন তাঁরা। অন্যদিকে অভিনেত্রী শখ গোপনে দ্বিতীয় বিয়ে করে সন্তানের মা হয়ে প্রকাশ্যে আসেন! নিলয়-আলমগীরও দ্বিতীয়বার হুট করে বিয়ে করে সুখবর দেন সবাইকে। পরী-রাজ এর গোপনে প্রেম , বিয়ে ও এরপর সন্তান প্রকাশ্যে আসার পরই আলোচনার জন্ম দেয়। এরপর তো ডিভোর্স জীবন পরী-রাজ এর। হিল্লোল-নওশীন এবং শোয়েব-মৌসুমী নাগ বিয়ে করে কয়েক বছর সংসার করার পর তাঁদের বিয়ের খবর প্রকাশ করেন। গোপনে বিয়ে করে ক্যারিয়ারকে গুড বাই জানান লামিয়া মিমো। লাক্স সুন্দরী মিম মানতাসার গোপন বিয়ে একসময় প্রকাশ্যে আসে। গোপনে মাহিয়া মাহি-পারভেজ অপুর বিয়ে, বিয়ের পাঁচ বছরের মাথায় ডিভোর্স এবং শেষে গাজীপুরের ব্যবসায়ী রাকিবকে বিয়ে- এসব খবরে ভক্তরা কি আসলেই খুশি? নায়িকা সুবাহ-ইলিয়াসের গোপনে বিয়ে- কি এক বিচ্ছিরি অবস্থা চলছে মিডিয়ায়! বিয়ের গুঞ্জনের তালিকায় যোগ হয়েছেন চিত্রনায়িকা আঁচল। তবে তিনি বলছেন, এখনো বিয়ে করেননি। একসময় অভিনেত্রী সিমলা-পলাশ, শাবনূর-অনিকের গোপন বিয়ের ব্যাপারটি প্রকাশ্যে আসে দীর্ঘদিন পর। আগে ওমর সানী-মৌসুমীর প্রেম ঘটনা নিয়ে বিশদ গুঞ্জন হলেও হুট করেই বিয়ের কথা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেন তাঁরা। বিয়ের চার বছর পর নিজেদের বিয়ের খবর প্রকাশ করেন মম-শিহাব শাহীন। অভিনেতা জিয়াউল ফারুকের দ্বিতীয় বিয়েটাও হয় গোপনে। গোপনে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী প্রসূন আজাদ। পপির উধাও হওয়া, গোপন বিয়ে, সংসার ও সন্তান জন্মদান নিয়েও মিডিয়ায় খবর হয়েছে। এরপর ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে পপি প্রকাশ্যে আসে। অথচ যে কোনো খবর সংবাদকর্মীদের নিজ থেকেই জানাতেন পপি! তাহলে বিয়ের খবর জানাতে অনিচ্ছুক কেন? চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বাগদান সারলেও বিয়ে নিয়ে গণমাধ্যমে বলছেন, ‘এখনো বিয়ের পরিকল্পনা নেই!’ এদিকে অভিনেত্রী ফারিয়া শাহরিনও বাগদান সারলেও একই পথে হেঁটেছেন।
পরে অবশ্য গোপনেই বিয়ে করেছেন। নাজিরা মৌ গোপনে বিয়ে করে এখন সন্তান নিয়ে সংসার করছেন। ববি-সাকিব সনেট, তানহা তাসনিয়া-অভির বিয়ে, সন্তান কিংবা অভিনেত্রী তমা মির্জার সঙ্গে নির্মাতা রায়হান রাফির প্রেম, সম্পর্ক নিয়েও চলছে জোর গুঞ্জন। তাঁরা কি প্রেমেই আটকে থাকবেন, নাকি সম্পর্ক গড়াবে বিয়ের দিকে? অন্যদিকে শাকিব খানের সাথে পূজার সম্পর্কই অনেকটাই রয়েছে ধোঁয়াশা