30.7 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

সব পক্ষের মন জোগাতে নতুন দলে বাড়ছে শীর্ষ পদের সংখ্যা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের নতুন রাজনৈতিক দল গঠন এখন কেবল ঘোষণার অপেক্ষায়। কিন্তু যাত্রা শুরুর আগেই দলের শীর্ষ পদের দাবি নিয়ে বিভিন্ন পক্ষের বিরোধ প্রকাশ্যে আসে। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির এই দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের পদ দাবি করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। শেষপর্যন্ত সব পক্ষকে খুশি রাখতে বা সবার মন জোগাতে সমঝোতা করে শীর্ষ পদের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

এরই মধ্যে গত কয়েক দিনে কয়েকদফা সমঝোতা বৈঠক হয় বিরোধে জড়িয়ে পড়া পক্ষগুলোর মধ্যে। এসব বৈঠকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়েছে।

এই দুটি পদ বা তার অধিক নতুন পদ সৃষ্টি করা হতে পারে। পদ তৈরির মাধ্যমে ছাত্রশিবিরের সাবেক নেতাদের নতুন দলে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

যদিও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী খবরের দেশ বলেছেন, বিকেন্দ্রীকরণ ও নতুন নেতৃত্ব তৈরির জন্যই নতুন পদ তৈরি করার বিষয়ে আলোচনা হয়েছে।

“বেসিক্যালি ডিসেন্ট্রালাইজেশন করতে চাচ্ছি ও নিউ লিডারশিপ নিয়ে আসতে চাচ্ছিলাম দলের এ পোস্টগুলোতে। যদিও এখনো কোনো কিছু ফিক্সড হয়নি। আমাদের এখানে লিডারশিপ বেশিতো, মূলত লিডারশিপের একটা প্রতিযোগিতা আছে,” বলেন মি. পাটওয়ারী।

দুই – তিনজন নেতৃত্বের কাছে সীমাবদ্ধ না থেকে যাতে ‘বেস্ট লিডার’ পাওয়া যায়, সে বিষয়ে জাতীয় নাগরিক কমিটি সচেষ্ট রয়েছে বলে জানান মি. পাটওয়ারী।

তিনি বলেন, “যাতে আমরা বেস্ট লিডার পাই, যিনি এ সময়ে সংগঠিত করে সংগঠনটা গঠন করতে পারবেন; ঝুঁকি নিয়ে কাজ করতে পারবেন। দুই-তিনজন নেতার কাছে সীমাবদ্ধ না থেকে ১০-১৫ জন নেতাকে আমাদের স্ট্রাকচারে কো-অপ্ট করা যায়, সে বিষয়ে চিন্তা করছি আমরা।”

তবে, এখন পর্যন্ত শুধুমাত্র আহ্বায়কের পদে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হয়েছে।

বাকি পদগুলো নিয়ে আলোচনা চলছে বলে জানান মি. পাটওয়ারী।

দলটির নেতৃত্ব নিয়ে বিরোধ তৈরি হয়। গত কয়েকদিনে এই বিরোধ এতটাই প্রকাশ্যে আসে যে, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট দিয়েছেন প্ল্যাটফর্মের শীর্ষ নেতাদের কেউ কেউ।

এখন সবার মন যোগাতে দলে শীর্ষ পদের সংখ্যা বাড়ানো হচ্ছে।

এদিকে, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের উদ্যোগে নতুন এই দল আত্মপ্রকাশের অনুষ্ঠানের জায়গাও এখনও ঠিক হয়নি; দুটি স্থানের ব্যাপারে আলোচনা চালাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন।

এক্ষেত্রে বাংলাদেশের ঐতিহাসিক স্থানকে মাথায় রেখে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...