Your Ads Here 100x100 |
---|
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চলচ্চিত্র অভিনেত্রী দিতি ও সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। আজ শনিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। তিনি জানান, তাঁদের পৈতৃক সম্পত্তিতে হামলা চালানো হয়েছে।
ঘটনার সময় লামিয়া চৌধুরী তাঁর ফেসবুক থেকে লাইভ করেন। ভিডিওতে দেখা যায়, কয়েকজন উত্তেজিত ব্যক্তি তাঁর ও তাঁর স্বজনদের দিকে তেড়ে আসছেন। লামিয়া জানান, সন্ত্রাসীরা তাঁদের গাড়ির দিকে ইট নিক্ষেপ করে, যার ফলে গাড়ির জানালার কাচ ভেঙে যায়।

ফোনে যোগাযোগ করলে গনমাধ্যমকে তিনি বলেন, ‘আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার আমি কাজিনদের নিয়ে নারায়ণগঞ্জ যাই। সেখানে আমাদের আত্মীয়স্বজন থাকেন, তাঁদের সঙ্গে সময় কাটাই। আজও গিয়েছিলাম, কিন্তু ফেরার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হই।’
তিনি আরও বলেন, ‘সোনারগাঁয়ে আমাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চলছে। আমি সেখানে গেলে সন্ত্রাসীরা দলবদ্ধভাবে হামলা চালায়। তাদের হাতে অস্ত্র ছিল। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আমার পা ভেঙে ফেলেছে, ফোন ছিনিয়ে নিয়েছে, এমনকি আমার ওড়নাও ছিঁড়ে ফেলা হয়। ভয় পেয়ে গাড়িতে উঠে পড়ি।’

কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন লামিয়া। তিনি বলেন, ‘আমার মা-বাবা মারা গেছেন, আমাদের সম্পত্তি রেখে গেছেন, কিন্তু আমরা কিছুই ভোগ করতে পারছি না। চারদিক থেকে দখলের চেষ্টা চলছে। আমার ভাই দেশে নেই, একাই সব সামলাচ্ছি। এ কারণে সবাই আমার পেছনে লেগেছে। আমার জীবন হুমকির মুখে।’
তিনি আরও বলেন, ‘আমি একজন নারী বলে তারা ভাবছে, ভয় দেখালে আমি পিছু হটব। কিন্তু এটি আমার ও আমার ভাইয়ের পৈতৃক সম্পত্তি, যা আমার মা-বাবা অনেক কষ্ট করে অর্জন করেছেন। সন্ত্রাসীদের হামলায় আমরা এসব ছাড় দেব না। আজ আমি নিজ চোখে দেখলাম, ঘরে লোকজন থাকা অবস্থায় বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে!’

হামলার পর লামিয়া চৌধুরী তাঁর ফেসবুকে লেখেন, ‘আমার সঙ্গে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছেন বলে আমার পাশে কি কেউ নেই? কেউ নেই, কেউ নেই, কেউ নেই।’
বিকেল ৪টা ১০ মিনিটে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘ওরা আমার পা ভেঙে ফেলেছে। হাসপাতালে যেতেও দিচ্ছে না। আমার গাড়ি ইট মেরে ভেঙে দিয়েছে। আমি হাঁটতে পারছি না।’