32 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

সাজেকে আগুনে পুড়ছে ৩০টির বেশি রিসোর্ট-কটেজ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা একটার দিকে আগুনের সূত্রপাত হয়। বেলা আড়াইটা পর্যন্ত ৩০টির বেশি রিসোর্ট-কটেজে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য।

রিসোর্ট-কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে রুইলুই ভ্যালির হেডম্যান লালথাংয়া লুসাইয়ের বাসভবনের পাশে সাজেক ইকো ভ্যালি রিসোর্টে প্রথমে আগুন লাগে। পরে তা আশপাশের বসতঘর ও রিসোর্ট-কটেজে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েক শ পর্যটক আতঙ্কিত হয়ে রিসোর্ট-কটেজ থেকে বেরিয়ে যান। বেলা আড়াইটা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়নি।

স্থানীয় ইউপি সদস্য অনিত্য ত্রিপুরা বেলা আড়াইটার দিকে প্রথম আলোকে বলেন, এলাকাবাসী এবং রিসোর্ট-কটেজের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ৩০-৩৫টি রিসোর্ট-কটেজে আগুন ছড়িয়ে পড়েছে। হতাহতের কোনো খবর জানা সম্ভব হয়নি।

একই সময়ে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, ‘আমরা আগুন নেভানোর চেষ্টা করছি। কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বেশ কিছু রিসোর্ট-কটেজ এরই মধ্যে পুড়ে গেছে।’ বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, ঘটনাস্থলে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের দল রওনা দিয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ট্রাম্প প্রশাসনের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় ১১টি দেশ ‘লাল’ তালিকায়

যুক্তরাষ্ট্র নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে, যা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার চেয়ে আরও ব্যাপক হতে পারে। এ...