34 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

ইলন মাস্কের টেসলার দাম কত পড়বে ভারতে?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ইলন মাস্ক ভারতে টেসলার উৎপাদন কেন্দ্র স্থাপন করতে যাচ্ছেন—এমন গুঞ্জন বর্তমানে ভারত ও যুক্তরাষ্ট্রে প্রচলিত; যদিও শুল্ক সংক্রান্ত বিষয় এবং ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষ এখনও রয়ে গেছে। ভারতের বাজারে টেসলার মূল্য কেমন হবে, তা নিয়েও আলোচনা চলছে।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টেসলা ভারতে প্রবেশ করলে ইলন মাস্ক আমদানি শুল্কে ২০ শতাংশ ছাড় পেতে পারেন। তবুও বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, পরিবেশবান্ধব এই মার্কিন গাড়ির দাম ৩৫ থেকে ৪০ লাখ রুপি হতে পারে। ফলে মধ্যবিত্ত শ্রেণির কতজন এই গাড়ি ক্রয় করতে সক্ষম হবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে টেসলার সবচেয়ে সস্তা মডেল ৩-এর উৎপাদন পর্যায়ের মূল্য ৩৫ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩০.৪ লাখ রুপি। ধারণা করা হচ্ছে, এই গাড়ির আমদানি শুল্ক ১৫ থেকে ২০ শতাংশ হ্রাস করা হবে।

গাড়ি কেনার ক্ষেত্রে রাস্তার কর ও বিমাসহ কিছু অতিরিক্ত খরচও রয়েছে। সবকিছু মিলিয়ে টেসলার সবচেয়ে সস্তা মডেলটির দাম আনুমানিক ৪০ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় ৩৫ থেকে ৪০ লাখ রুপি হতে পারে।

ভারতের বাজারে অন্যান্য কোম্পানির বেশ কিছু বৈদ্যুতিক গাড়ি ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। মাহিন্দ্রার ই-ভেরিটো, হুন্ডাইয়ের কোনা ইলেকট্রিক এবং মারুতি সুজুকির ওয়াগনআর ইভি মডেলগুলোর তুলনায় টেসলার গাড়ির দাম ২০ থেকে ৫০ শতাংশ বেশি হতে পারে। ফলে টেসলার ব্যাটারিচালিত গাড়ি ভারতের বাজারে এলে এই কোম্পানিগুলোর ওপর প্রভাব কম পড়বে।

মূল্যায়ন সংস্থা সিএলএসএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বাজারে পরিবেশবান্ধব ব্যাটারিচালিত গাড়ির বিক্রি এখনও চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের তুলনায় অনেকটাই কম। গত বছর ভারতে মোট যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে ৪৩ লাখ, যার মধ্যে বৈদ্যুতিক গাড়ি ছিল মাত্র ৯৯,১৬৫টি।

ভারতীয়রা পেট্রল, ডিজেল বা হাইব্রিড মডেলের যাত্রীবাহী গাড়ি বেশি পছন্দ করেন। মাস্কের গাড়ি দ্রুত ক্রেতাদের মন জয় করতে পারবে—এমনটা নয়, বিশেষ করে দামের কারণে। এর চাহিদা সম্ভবত সমাজের উচ্চ শ্রেণির মধ্যে সীমাবদ্ধ থাকবে।

ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যে টেসলা দিল্লি ও মুম্বাইতে ব্যাটারিচালিত গাড়ি নিয়ে আসতে পারে। ইলন মাস্ক ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ শুরু করেছেন। ১৮ ফেব্রুয়ারি, টেসলা লিঙ্কডইনে মুম্বাই মেট্রোপলিটন এলাকার কনজিউমার এনগেজমেন্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

রোববার রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

তিতাস গ্যাসের চলমান গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল রোববার রাজধানীর বেশ কয়েকটি স্থানে ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ...