26 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

সেনাপ্রধানের সতর্কবার্তা: ঐক্যবদ্ধ না হলে সার্বভৌমত্ব হবে বিপন্ন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সতর্ক করে বলেছেন, নিজেদের মধ্যে বিভেদ, কাদা–ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে।‘এই দেশ আমাদের সবার। আমরা সবাই সুখে-শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি ও সহিংসতা।’

২০০৯ সালে পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ক্লাবের আয়োজনে মহাখালীর রাওয়া ক্লাবে এ অনুষ্ঠান হয়।

সেনাপ্রধান বলেন, ‘আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে ঐক্যের বিকল্প নেই।’ তিনি উল্লেখ করেন, ‘উচ্ছৃঙ্খল কার্যক্রম আমরা নিজেরাই তৈরি করছি। এতে কখনো শান্তি আসবে না, এটা মনে রাখতে হবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের অনেকেই মামলার কারণে কর্মক্ষম নন। র‍্যাব, বিজিবি, ডিজিএফআই ও এনএসআই আতঙ্কিত। ৩০ হাজার সৈন্য দিয়ে বিশাল শূন্যতা পূরণ করা কঠিন।’

একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করে সেনাপ্রধান বলেন, ‘সরকার প্রয়োজনীয় সংস্কার করবে। ড. ইউনূসও দেশকে ঐক্যবদ্ধ রাখতে চেষ্টা করছেন।’

সেনাবাহিনীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের আক্রমণ না করে অনুপ্রাণিত করুন, উপদেশ দিন। আমরা দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে চাই।’

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...