26 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

যাত্রাবাড়ীতে বাসার থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. ইকবাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচা ছাপড়া মসজিদ এলাকার একটি বাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় স্বজনরা ইকবালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী কুলসুম আক্তার জানান, তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নারায়ণপাশা গ্রামে। তার স্বামী একসময় এলাকায় ছিনতাই, জুয়া ও মাদকের সঙ্গে জড়িত ছিলেন। তবে বিয়ের পর এসব ছেড়ে দিয়ে তিনি অটোরিকশা চালানো শুরু করেন।

তিনি আরও জানান, একই এলাকার উজ্জ্বলের সঙ্গে তার স্বামীর একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু উজ্জ্বল ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় ইকবাল তার সঙ্গ ত্যাগ করেন।

এরপর থেকেই উজ্জ্বল ও ইকবালের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। উজ্জ্বল দীর্ঘদিন কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হন।

মঙ্গলবার রাতে উজ্জ্বল ফোন করে ইকবালকে ডেকে নেন। পরে বাসার সামনে উজ্জ্বলসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।তার চিৎকার শুনে কুলসুম বাইরে এসে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এ সময় মো. জাহিদ হাসান রাজু (৩০) নামে এক ভাঙারির দোকানের কর্মচারী ইকবালকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...