27.9 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

“জুনায়েদ নতুন রাজনৈতিক দল থেকে সরে দাঁড়ালেন”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ তরুণদের নিয়ে ঘোষণা হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে অংশ নিচ্ছেন না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি।

আগামী ২৮ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে শীর্ষ পদে থাকবেন, এমন আলোচনা ছিল। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে যে, ‘সমঝোতা’ করার জন্য নতুন দলে পদ বৃদ্ধি করা হচ্ছে। তবে আলী আহসান জুনায়েদ নিজেই নতুন রাজনৈতিক দলে না থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি। তবে নতুন দল, নাহিদ ইসলাম এবং নবীন নেতৃত্বের জন্য তিনি শুভকামনা জানিয়েছেন।

সেই পোস্টে জুনায়েদ বলেন, “আগামী ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসছে, আমি সেখানে থাকছি না। আমি এই সিদ্ধান্ত এক সপ্তাহ আগে দলের নেতাদের জানিয়েছি। বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং জাতির দৃষ্টি নতুন দলের ওপর নিবদ্ধ রাখতে নীরবতা বজায় রেখেছিলাম, তবে চারপাশে গুঞ্জন থামছে না। তাই আমি এ ব্যাপারে পরিষ্কার করে জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল দেশের স্বার্থে প্রয়োজন। নতুন রাজনৈতিক দলটির প্রতি আমার দোয়া ও শুভকামনা রইল। আমি আশা করি, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দলটি সততা ও ন্যায়ের পথে চলবে এবং দুর্নীতির কোনো সুযোগ থাকবে না।”

তিনি আরও বলেন, “বারবার বলার পরও যদি গণতান্ত্রিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না হয়, তবুও আমি চাই এই দলের বৈশিষ্ট্য হোক ইনক্লুসিভনেস এবং গণতান্ত্রিক প্রক্রিয়া। এছাড়া, ট্যাগিং ও ট্যাবুর রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন ধারার রাজনীতি শুরু হোক। আমি আশাবাদী, অভ্যুত্থানের সময় আমাদের মধ্যে যেটি ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহযোগিতার সম্পর্ক ছিল, তা নতুন রাজনৈতিক পথচলায়ও অক্ষুণ্ণ থাকবে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ড্রোনের আঘাতে একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়

খবরের দেশ ডেস্ক : রাশিয়ার কৃষ্ণসাগরতীরবর্তী শহর সোচিতে একটি বড় তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির কর্মকর্তারা দাবি করছেন, ইউক্রেন...